শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৯:১৯

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক তিনটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া একই মামলায় আরও দুজনকে চার বছরের স্বশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজার আদেশ দেয়া হয়েছে।

আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- রামু থানার দুটি মামলার আসামি মো. লালচান মোল্লা এবং রিপন চন্দ্রক ভৌমিক।

চার বছরের সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফ থানার একটি মামলার দু্ই আসামি মো. নূর হাকিম এবং শাহাজাহান।

আদালত সূত্রে জানা গেছে, রামু থানার ৪৭ নম্বর মামলার আসামি মো. লালচান মোল্লাকে ২০২১ সালের ১৭ জুলাই রামুর  পেচারদ্বীপের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ যৌথবাহিনীর পোস্টে আটক হন। পরে তার বিরুদ্ধে ২০২২ সালের ৯ মে অভিযোগপত্র গঠন হয়।

এদিকে, রামু থানার ২১ নম্বর মামলায় রিপন চন্দ্রককে একই বছর ৮ মার্চ একই এলাকার মরিচ্যাবাজার চেকপোস্টে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বিজিবি। সেই মামলায় চলতি বছরের ১১ মে অভিযোগপত্র গঠন করেন।

অপরদিকে, টেকনাফ থানা ১৫ নম্বর মামলায় দুইজনকে ৪ বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। তারা ২০১৯ সালের ৪ মার্চ টেকনাফের মারিসবুনিয়ার মেরিন ড্রাইভ সড়ক থেকে ১০০ লিটার মদসহ পুলিশের হাতে আটক হন। পরে ২০২০ সালের ৯ নভেম্বর ওই মামলার চার্জ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, মঙ্গলবার মাদক আইনে ৩টি পৃথক মামলার রায় হয়েছে। ওই তিনটি মামলাতে দুজনের যাবজ্জীবন ও দুজনকে চার বছরের সাজা দিয়েছে আদালত।

ইত্তেফাক/আরএজে