সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যাদেরকে হারালেন তারাই চ্যাম্পিয়ন হবে বললেন সৌদি কোচ 

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:০৮

আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ জয়ের রেকর্ড থামিয়েছে সৌদি আরব। চমক দেখিয়েই আলবিসেলেস্তাদের ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে 'দ্য গ্রীন ফ্যালকনসরা'। 

যাদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সৌদি আরব তারাই চ্যাম্পিয়ন হবে এমন মন্তব্য করেছেন খোদ সৌদি কোচ হার্ভে রেনার্ড।  নিজেদের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনা দলকে। ফুটবলে যে কোন কিছু হতে পারে এমন মন্তব্য করেছেন সৌদির এই ফরাসি কোচ। সৌদির জয়ের কারণ জিজ্ঞাসা করা হলে আকাশের দিকে দেখিয়ে বলেন,  'তারারা আমাদের পক্ষে কাজ করেছিল।' 

তারারা কি আর্জেন্টিনার পক্ষে কাজ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন এবং তাদের দলে ভালো মানের খেলোয়াড় রয়েছে।'

আর্জেন্টিনা কতদূর যাবে এমন প্রশ্নের জবাবে সে বলেন, 'আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, এমনকি মেসিরা বিশ্বকাপটাও জিতে যাবে।'

ইত্তেফাক/এমএস/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন