বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: জেলেনস্কি

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১০:৩৩

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন জুড়ে ব্ল্যাক আউট চালু করে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  বুধবার (২৩ নভেম্বর) রাতে কার্যত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড শীতে রাশিয়া সন্ত্রাসী কার্যকলাপ করে লাখ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। বুধবার ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী অন্তত ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। 

হামলার ফলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিজেলের মাধ্যমে সচল করা হয়। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বারবার জাপোরিঝজিয়া প্ল্যান্টে গোলাবর্ষণের বিষয়ে সতর্ক করেছে। 

হামলার ফলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া বন্ধ হয়ে যায়

আইএইএ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তবে রাশিয়া-ইউক্রেন কেউই নিজেদের হামলার কথা স্বীকার করেনি। ইউক্রেনের বিদ্যুৎ সুবিধাগুলোতে ক্রমাগত রাশিয়ার গোলাগুলির মধ্যে বুধবার প্রতিবেশী দেশ মলদোভা ব্লাকআউটের মুখোমুখি হয়েছে। যদিও দেশটিতে সরাসরি হামলা হয়নি। 

শীত শুরু হওয়ার আগেই মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের গ্রিডের বেশিরভাগ মেরামতের প্রয়োজন পড়ে গেছে।

মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীর ৮০ শতাংশ বাসিন্দার বিদ্যুৎ ও পানি নেই। 

মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীর ৮০ শতাংশ বাসিন্দার বিদ্যুৎ ও পানি নেই। 

বুধবার রাতের ভাষণে জেলেনস্কি জানান, কিয়েভের পরিস্থিতি খুবই জটিল। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাশিয়ার এমন হামলাকে কাপুরুষ এবং অমানবিক বলছেন জেলেনস্কি। 

রাশিয়ার এমন হামলাকে কাপুরুষ এবং অমানবিক বলছেন জেলেনস্কি।

ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনকে সাহায্য করার জন্য জাতিসংঘকে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়ার হাতে জাতিসংঘকে জিম্মি করা যাবে না বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

ইত্তেফাক/ডিএস