শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে ধুয়ে দিলেন কিমের বোন

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৭:১৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন। তিনি দেশটির প্রেসিডেন্টকে 'বোকা' বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরকারি সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে এ তথ্য জানায় ডেক্কান হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। এ প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।
 
দক্ষিণ কোরিয়ার বক্তব্যের সূত্র ধরে উত্তর কোরিয়ার কিম ইয়ো জং জানান, 'এই জঘন্য পদক্ষেপ স্পষ্টভাবে দেখায় যে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের 'দাস'। উত্তর কোরিয়ার ওপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করায় আমি হতবাক। দক্ষিণ কোরিয়ার গ্রুপটি যেন যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া মাংসের ওপর দৌড়ানো একটি বন্য কুকুর। এটি এক অপরূপ দৃশ্য!' 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন

কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের বিরুদ্ধে বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করে জানান, তিনি তার পূর্বসূরি মুন জা-ইনের চেয়ে অনেক বেশি কট্টরপন্থী।

 

ইত্তেফাক/ডিএস