শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবে বিএনপি’

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৯:৪০

বিএনপি কিছু শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা আমাদের ডিএমপি কমিশনারকে জানিয়েছি যে তারা সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশের অনুমতি পাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'তারা যেখানে চেয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যেন পারমিশন দেয়। তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। কিন্তু কোনো ভায়োলেন্স তারা করবেন না, তারা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না।’

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ছবি: সংগৃহীত

তবে তাদের ‘বিএনপি) কোনো সহিংসতায় লিপ্ত হওয়া উচিত নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা তাদের বাধা দেইনি এবং তারা (বিএনপি) সারা দেশে তাদের কর্মসূচি পালন করছে।’

ইত্তেফাক/এএএম