ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনেই ১০০ জনের মৃত্যু হলো। এক মাসে ডেঙ্গুতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ২২ জন রোগী চিকিৎসাধীন।
এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৪ জনে। এর মধ্যে ঢাকায় এ সংখ্যা ৩৫ হাজার ১৪৬ আর ঢাকার বাইরে ১৯ হাজার ৭৭৮।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।