মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই রোনালদোর রেকর্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২৩:৫২

বিগত কিছুদিন ধরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচের আগেও শুনেছেন ক্লাব ফুটবলে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার দুঃসংবাদ। সেই রোনালদো বিশ্বকাপে পর্তুগালের হয়ে মাঠে নেমেই করে ফেললেন রেকর্ড। কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম গোলটি এলো রোনালদর পা থেকেই। সেই গোলেই বিশ্বকাপের টানা ৫ আসরে গোল করার অনন্য নজির গড়লেন রোনালদো।

কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাতে ঘানার বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচের প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।

রোনালদোর শেষ বিশ্বকাপ, নিজেকে উজাড় করেই দিতে চেয়েছেন এই মহাতারকা।  তবে সেই তার ব্যর্থতাতেই প্রথমার্ধে গোলবঞ্চিত থাকে পর্তুগাল।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পর্তুগিজদের এগিয়ে নিলেন অধিনায়কই। ম্যাচের ৬৫ মিনিটে পেনল্টি পায় পর্তুগাল। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিতে একটুও ভুল করেননি রোনালদো। 

দলকে তো এগিয়ে নিয়েছেনই, সেই সঙ্গে এই এক গোলেই গড়ে ফেলেন একমাত্র ফুটবলার হিসেবে টানা ৫ বিশ্বকাপে গোল করার রেকর্ড। 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন