শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদানের ফরম দিলেন মিম!

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:১৫

বিদ্যা সিনহা মিম। একজন মডেল, অভিনেত্রী ও লেখিকা। তিনি ব্রাজিলের অন্ধভক্ত। সার্বিয়ার বিপরীতে প্রিয় দলের দুর্দান্ত জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

একের পর এক ফেসবুক স্ট্যাটাসে দিতে থাকেন মিম। প্রথমে তিনি লেখেন, ‘কী মজা লাগতেছে?’

ঠিক তার ছয় মিনিট পর আবারও মিম লিখেছেন, ‘গোল।’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি।

খেলা শেষে মিম লেখেন, ‘হেক্সার পথে। প্রথম ম্যাচেই জয়, এটাই খেলা। শুভরাত্রি।’

এখানেই শেষ নয়, আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়েও একটি পোস্ট করেছেন মিম। সেই পোস্টে ‘আর্জেন্টিনা থেকে ব্রাজিল যোগদান ফরম’ শেয়ার করেছেন তিনি। যদিও সেটি ছিল নিছক মজার ছলে।

ক্যাপশনে নায়িকা লিখেছেন, এখনও সময় আছে। ভালোভাবে চিন্তা করুন। ভালো খেলেছো ব্রাজিল। সঙ্গে লাভের ইমোজি।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন