শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বাচিপের সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের আমেজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৪:৪৬

আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সম্মেলন আজ। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বইছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

৭ বছর পর আয়োজিত সংগঠনের এই পঞ্চম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, দেশের বিভিন্ন স্থান থেকে মিছিলে-স্লোগানে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সম্মেলনে আসতে পেরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের গঠিত হয়। প্রতিষ্ঠাকালে অধ্যাপক এম এ কাদেরী সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন সাধারণ সম্পাদক করা হয়। স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৩ নভেম্বর।

বর্তমানে দেশে স্বাচিপের সদস্য সংখ্যা ২০ হাজারের বেশি। সম্মেলনের মাধ্যমে স্বাচিপের নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে ব্যাপক আলোচনাও চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইত্তেফাক/এসকে