নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সবুজ মিয়া (৩০) নামের পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সকাল নয়টায় নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত সবুজ মিয়া নামের ওই পুলিশ কর্মকর্তা ঢাকার ডেমরা থানার উপ-পরিদর্শক পদে দায়িত্বে ছিলেন। নিহতের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামে। তার পিতার নাম সিরাজ মিয়া।
জানা গেছে, শনিবার সকাল নয়টায় তিনি শিবপুরের বড়ইতলা এলাকা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল ডেমরা থানায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।