বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৫ পরিবর্তন

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০০:৪৮
শিরোপার দাবি নিয়ে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অঘটনের শিকার হয়ে এখন খাঁদের কিনারায় আর্জেন্টিনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিওনেল মেসির দলের সামনে। বাঁচা-মরার এই ম্যাচে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা।
ছবি: সংগৃহীত
 
লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামবে আর্জেন্টিনা। মরুর বুকে প্রথম বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট হিসেবেই কাতারে পা রেখেছিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে সি-গ্রুপের নিজেদের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন আর্জেন্টাইনদের নক-আউটে ওঠাই শঙ্কার ভেতর পড়ে গেছে। শেষ ষোলোর আশ বাঁচিয়ে রাখতে আজ মেক্সিকোর বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই আর্জেন্টিনার।
ছবি: সংগৃহীত
সৌদি আরবের কাছে হারলেও তার চেয়ে আজ মেক্সিকোর বিপক্ষে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আলবিসেলেস্তাদের জন্য। মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার লড়াই সামনে রেখে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়েছেন স্কালোনি। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
ছবি: সংগৃহীত
মেক্সিকোর বিপক্ষে শুরু থেকেই খেলবেন লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা। সেন্টার ব্যাকে ওটামেন্ডির সঙ্গে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ। লিয়েন্দ্রো পারাদেসের জায়গায় মিডফিল্ডে আজ শুরু থেকেই খেলবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মেসিকে আজ স্কালোনি খেলাবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। 
ছবি: সংগৃহীত
 
অন্যদিকে, আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ড্র করায় কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই আজ মাঠে নামবে মেক্সিকো। প্রতিপক্ষ আর্জেন্টিনা খাঁদের  কিনারায় থাকলেও তারা ঘুরে দাঁড়াতে সময় নেবে না বলেও জানেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো টাটা মার্টিনো। 
 
ছবি: সংগৃহীত
তবে আর্জেন্টিনাকে ছাড় দেবে না মধ্য আমেরিকার দলটিও। আজ জয় তুলে নিয়ে নক-আউটের রাস্তাটা আরও একটু পরিষ্কার করতে  চায় মেক্সিকোও। তবে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে কিছুটা রক্ষণাত্মক ফরমেশনেই দল সাজিয়েছেন মার্টিনো। মেক্সিকো আজ মাঠে নামবে ৩-৫-২ ফরমেশনে। 
 
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, রদ্রিগো ডি পল, গুয়েডো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতোরো মার্টিনেজ। 
 
মেক্সিকো একাদশ: গুইলের্মো ওচোয়া (গোলরক্ষক), নেস্টোর আরাউজো, সিজার মন্টেস, হেক্টর মরেনো, জেসুস গ্যাল্ররদো, কেভিন আলভারেজ, হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো (অধিনায়ক), লুইস চ্যাভেজ, অ্যালেক্সিক ভেগা, হার্ভিং লোজানো।
 
ইত্তেফাক/এসএস