রাজধানীর রমনা পার্কে প্রায়ই দেখা মেলে তিনডোরা কাঠবিড়ালির। এই কাঠবিড়ালির ইংরেজি নাম ইন্ডিয়ান পাম স্কোয়ারেল। এরা দীর্ঘ ঝোপযুক্ত লেজ, ধারালো নখর ও বড় কানবিশিষ্ট কাঠবিড়ালি। বাংলাদেশে পাওয়া যায় এমন ৮ প্রজাতির কাঠবিড়ালির মধ্যে স্তন্যপায়ী এই তিনডোরা কাঠবিড়ালি মানুষের সবচেয়ে কাছাকাছি আসে।