বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ভারত থেকে ১৭ লাখ ভিডিও সরালো ইউটিউব

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৪:১০

গুগলের মালিকানাধীন ইউটিউব ভারত থেকে আপলোড করা ১৭ লাখ ভিডিও সরিয়ে দিয়েছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে সম্প্রতি এসব ভিডিও মুছে দেওয়া হয়। খবর ইন্ডিয়া টাইমস।

ত্রৈমাসিক এক প্রতিবেদনে ইউটিউব জানিয়েছে, কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে ভারত থেকে আপলোড করা ১৭ লাখেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব।

প্রতিবেদনে আরও বলা হয়, যন্ত্র দিয়ে শনাক্ত করা ভিডিওগুলোর মধ্যে ৩৬ শতাংশ কেউ দেখার আগেই সরিয়ে ফেলা হয়। ৩১ শতাংশ ভিডিও সরিয়ে নেওয়ার আগে ১ থেকে ১০ বার দেখা হয়েছিল।

এছাড়াও, কমিউনিটি গাইডলাইনের পাশাপাশি হোস্টিং প্ল্যাটফর্ম নির্দেশিকা লঙ্ঘন করায় বহু চ্যানেল বন্ধের পাশাপাশি ৭৩ কোটিরও বেশি মন্তব্যও সরিয়ে দিয়েছে ইউটিউব।

ইত্তেফাক/এসকে