কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ইতিমধ্যেই পর্তুগাল দুই ম্যাচে জয়ী হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। তবে দক্ষিণ কোরিয়ার সামনে সুযোগ আছে ম্যাচে জয় নিশ্চিত করে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার। এজন্য অবশ্য গ্রুপের আরেক ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঘানাকে উরুগুয়ের কাছে হারতে হবে কিংবা ড্র করতে হবে। কাতার বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।
পর্তুগাল আর এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড ১৬-এ যাবে। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয় স্থানে। কিন্তু এখনো তাদের সামনে নকআউট পর্বে খেলার সুযোগ রয়েছে। যে কোনো মূল্যে পর্তুগালের বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে। তারা যদি সান্তোসের দলকে পরাজিত করে এবং উরুগুয়ে ঘানাকে হারায় তবে গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে তারাই পর্তুগালের সঙ্গে পরের রাউন্ডে খেলবে। এশিয়ান জায়ান্টরা ২০১০ সালে সর্বশেষ নকআউট পর্বে খেলেছিল। শেষ দুটি আসরেই তারা গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরে আসে। এই মুহূর্তে প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের স্বাভাবিক খেলার দিকেই বেশ মনোযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। ঘানার বিপক্ষে যে ধরনের অল আউট ফুটবল তারা খেলেছে, তাতে পর্তুগালকে বাড়তি সতর্কতা নিতেই হচ্ছে। পর্তুগাল যেহেতু নকআউট পর্বে চলে গেছে তাই নিয়ম রক্ষার ম্যাচটিতে তাদের মধ্যে কিছুটা নির্লিপ্ততা আসাটাই স্বাভাবিক। যদিও সান্তোস এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় বেনটোর শিষ্যরা।
এর আগে ১৯৬৬ বিশ্বকাপে পর্তুগাল তৃতীয় ও ২০০৬ সালে চতুর্থ হয়েছিল। কিন্তু ২০০৬ সালের পর থেকে নকআউট পর্ব পার করতে পারেনি তারা। শেষ তিনটি বিশ্বকাপের দুটিতেই গ্রুপ পর্বে তাদের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। এবারের আসরের আগে পর্তুগাল ফেবারিট হিসেবে কাতারে খেলতে আসেনি। কিন্তু প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে এখন তারা শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
মুখোমুখি
পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া
৯ র্যাংকিং ২৮
১ ম্যাচ ১
০ জয় ১
১ পরাজয় ০
সম্ভাব্য দল
পর্তুগাল (ফরমেশন ৪-৩-৩)
কস্টা, ক্যান্সেলো, পেপে, দিয়াজ, গুয়েরো, বার্নার্দো, নেভেস, মারিও, ফার্নান্দেজ, রোনালদো, ফেলিক্স।
দক্ষিণ কোরিয়া (ফরমেশন ৪-২-৩-১)
সিয়ং-গু, মুন-হন, মিন-ইয়ায়ে, কুয়াং-ওন, জিন-সু, উ-ইয়ং, ইন-বিওম, চাং-হুন, উ-ইয়ং, হিউং-মিন, গু-সাং।