শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোর শেষদিনেও জমজমাট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:১৪

ভ্রমণ ও পর্যটন এর সবচাইতে বড় ইভেন্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সপ্রো এর ৩য় ও শেষ দিনের কার্যক্রম শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়। এক্সপো এর ৩য় দিনে সাইডলাইন ইভেন্ট হিসেবে পর্যটন শিল্পের ওপর চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার সঞ্চালনা করেন আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ । সেমিনারে চেয়ারপারসন ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগ এর অতিরিক্ত সচিব মোঃ নাভিদ শফিউল্লাহ। আলোচক ছিলেন ফ্লাইট সেফটির রিজিওনাল অফিসার এস এম নাজমুল আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সন্তোষ কুমার দেব, মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ সাইফুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্মকর্তা, ট্যুরিজম ব্যবসায়ীসহ অতিথিরা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আটাবের সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব), মহাসচিব আবদুস সালাম আরেফ, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আবদুল হামিদ, উপমহাসচিব গোলাম মাহমুদ ভুইয়া মানিক, অর্থসচিব আব্দুর রাজ্জাক, জন সংযোগ সচিব আতিকুর রহমান, সাংস্কৃতিক সচিব তোয়াহা চৌধুরী, আটাব কার্যনির্বাহী সদস্য মনসুর আলম পারভেজ, মাওলানা মোঃ খোরশেদ আলম, সর্দার আবদুর রশীদসহ আটাব সদস্যরা।

মেলার ৩য় ও শেষদিনেও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল এক্সপোতে। বিভিন্ন ট্রাভেল এজেন্টের দেয়া নানা অফার তারা কিনছেন। মেলায় ছাড়ের কারণে যারা দেশে বিদেশে ঘুরতে ইচ্ছুক তাদের আগ্রহ ছিল বেশি।  

এবারের আয়োজনে ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন।

 

ইত্তেফাক/এসসি