বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৩৮

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত থেকে বিষ্ণুপদ পাল ( ৫০ ) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষ্ণুপদ বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের চিন্তাহরন পালের ছেলে।
 
মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, বিষ্ণুপদ অবৈধভাবে দালালদের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। তার স্ত্রী ভারতে থাকেন। তিনি বাংলাদেশে অবস্থানরত স্বজনদের বিষ্ণুপদের মৃত্যু সংবাদ জানান। পরে স্বজনরা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ শুক্রবার (২ ডিসেম্বর) ভোর রাতে সীমান্তের কাছাকাছি বড়বাড়ি রাজাপুর  গোরস্থানের কাছ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

মহেশপুর থানার একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপদ পালের কাছে মোটা অঙ্কের টাকা ছিলো। তবে সুরতহাল রিপোর্ট তৈরির সময় তার কাছে কোন টাকা পয়সা পাওয়া যায়নি।

ইত্তেফাক/আই/পিও