শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:০৮

কক্সবাজারের টেকনাফে হত্যা ও একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং গুলি উদ্ধার করা হয়। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শামসুল হক (৩৩) একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের জানা গেছে টেকনাফ নাজিরপাড়া ছিদ্দিক আহমদের দুই হাতের কব্জি কর্তনের মামলার এজাহার নামীয় এবং হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি শামসুল হক বাড়িতে অবস্থান করছেন। পরে টেকনাফ থানার একটি চৌকষ টিম তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।

ওসি জানান, আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।গত কয়েকদিন আগে মাদকের রাজত্ব দখলকে কেন্দ্র করে আসামি ওই এলাকার মেম্বার এনামের নেতৃত্বে জনৈক সিদ্দিকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। 

অস্ত্র ও গুলি রাখার দায়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/আরএজে