দেশে গত নভেম্বরে মূল্যস্ফীতি আরও কমে ৮ দশমিক ৮৫ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। এর আগে অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।
তিনি বলেন, ‘সোনার দামের কারণে মূল্যস্ফীতি যতটা কমবে আশা করা হয়েছিল ততটা কমেনি।’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘অন্যান্য দেশে বিশেষ করে, ইংল্যান্ডেও সাধারণ মূল্যস্ফীতি ডাবল ডিজিটে পৌঁছে যাওয়ার পর তাদেরও এখন কমতে শুরু করেছে। সুতরাং আমাদের দেশেও কমার প্রবণতা…বিশ্বের সঙ্গেও মেলে, আমাদের সঙ্গেও মেলে।’
ডিসেম্বর মাসেও মূল্যস্ফীতি কমার প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘অগাস্টে আমাদের মুল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে পৌছে যাওয়ার পর আমি বলেছিলাম মুল্যস্ফীতির হার কমে আসবে। এরপর থেকে টানা তিন মাস কমেছে।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ।