বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেতৃত্বের মাইলফলকের সামনে সিলভা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:৩১

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কাতারের মাটিতে পা রেখেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। থিয়াগো সিলভার নেতৃত্বে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত খেলে নক-আউট নিশ্চিত করে ফেলে ব্রাজিল। তাই অনেকটা নির্ভার থেকে গ্রুপের শেষ ম্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বসিয়ে বেঞ্চের একাদশ নিয়ে দল সাজায় ব্রাজিল কোচ তিতে। তবে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। 
   
এই ম্যাচে মাঠে নামলেই অনন্য এক রেকর্ডে ভাগ বসাবেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। অধিনায়ক হিসেবে এই ম্যাচে মাঠে নামলেই সিলভা ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের সাবেক দুই অধিনায়ক কাফু এবং দুঙ্গাকে। 

বিশ্বকাপে ব্রাজিলকে সমান ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কাফু ও দুঙ্গা। এদিকে, এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১০ ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন ৩৮ বছর বয়সী সিলভা। আজ আর্মব্যান্ড হাতে সিলভা মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন সেলেসাওদের হয়ে বিশ্বকাপজয়ী দুই অধিনায়ককে। 

এর আগে ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। মাঝে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাদ দিয়ে এবার ২০২২ সালে কাতার বিশ্বকাপে আবারও হলুদ জার্সিধারীদের নেতৃত্ব দিচ্ছেন সিলভা। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), থিয়াগো সিলভা (অধিনায়ক), মারকুইনহোস, এডার মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার জুনিয়র, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।

ইত্তেফাক/এসএস