বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এএসআইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, দুজনই বরখাস্ত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২১:০৮

সিলেটে পুলিশের এএসআইকে শটগান দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) এসএমপির উপ-কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন এক আদেশে দু'জনকে সাময়িক বরখাস্তের কথা জানান। বরখাস্তকৃতরা হলেন, এএসআই মো. রুবেল মিয়া ও কনস্টেবল প্রনজিত। 

শনিবার (৩ ডিসেম্বর) এএসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশ লাইনসে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়। স্ট্যান্ডবাই পার্টি ফল-ইন করতে গিয়ে কনস্টেবল প্রনজিতকে পাওয়া যাচ্ছে না বলে এএসআই রুবেল দায়িত্বশীলকে জানান। তখন দায়িত্বশীল বলেন, প্রনজিতকে এলপি গেটের পাশে দেখেছেন। পরে এএসআই রুবেল প্রনজিতকে ডেকে আনার জন্য কনস্টেবল শরীফ মিয়াকে পাঠান।

প্রনজিত ফিরে রুবেল মিয়ার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। তখন প্রনজিত তার নামে ইস্যু করা শটগান দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, পুলিশ লাইনসের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে