শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার চান চকরিয়ার রুবেল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা চলছে। পথে প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার আশায় ফেস্টুন নিয়ে সড়কে দাঁড়িয়েছেন জাহেদ ইসলাম রুবেল (৩০)। পেট্রোলবোমায় নিহত বাবা হত্যার বিচার চান তিনি।

জনসভাস্থলের কাছের সড়কে বাবার ছবি সম্বলিত ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকা যুবক চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মৃত মো. ইউসুফের ছেলে।

বাবা হত্যার বিচার চান রুবেল। ছবি: ইত্তেফাক

রুবেল জানান, তার বাবা ইউসুফ ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কাতারে যাওয়ার উদ্দেশ্য ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছলে জামায়াত-বিএনপির পেট্রোলবোমায় ঢাকাগামী বাসে আগুন লেগে তার বাবা মারা যান।

তিনি বলেন, মামলার ৭ বছর পার হলেও এখনো হত্যার বিচার পাইনি আমরা। অনেক চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেনি আমার পরিবার।

রুবেল আরও বলেন, আজকে কক্সবাজারে প্রধানমন্ত্রী এসেছেন। বিষয়টি তার নজরে আনতে বাবা হত্যার বিচার চেয়ে ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে বাবা হত্যার বিচার পাবো। বাবা হত্যার বিচার নিশ্চিত করতে পারলে সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করবো।

প্রসঙ্গত, সকাল থেকে ফেস্টুন হাতে জনসভাস্থলের কাছে প্রধান সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা রুবেলকে দেখছেন জনসভায় আসা লোকজন। অনেকেই কথা বলছেন তার সাথে।

ইত্তেফাক/এসকে