সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ মেয়র পেলো আরকানসান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:০০

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের এক ছোট শহরে ১৮ বছর বয়সী কলেজ ছাত্র জেলেন স্মিথ সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, জেলেন স্মিথ চলতি বছরের মে মাসে হাই স্কুল ছেড়ে দেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি টেনেসির মেমফিস থেকে ৩০ মাইল পশ্চিমে অবস্থিত গ্রামীণ শহর আর্লেতে মেয়র হিসেবে জয়ী হয়েছেন।

তবে তিনি মার্কিন ইতিহাসে প্রথম ১৮ বছর বয়সী মেয়র নন। এরপরেও তার পরিবার এই বিজয়কে বিশেষভাবে উদযাপন করছে। স্মিথ বুধবার ওয়াশিংটন পোস্টকে বলেন, 'আমার মা কান্না থামাতে পারছেন না।'

আরকানসাস রাজ্যের একজন ১৮ বছর বয়সী কলেজ ছাত্র জেলেন স্মিথ যুক্তরাষ্ট্রে নির্বাচিত হওয়া সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ মেয়র হয়েছেন।

স্মিথ একজন ডেমোক্র্যাট। তিনি এক হাজার ৮০০ জন বাসিন্দার শহরে এই জয় পেয়েছেন। 

স্মিথ বিজয় লাভের পর ফেসবুকে লিখেছেন, 'এটি আর্লেতে একটি ভাল অধ্যায় তৈরি করার সময়। আমি আমার সমস্ত সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের সবার সমর্থনের জন্য সত্যিই কৃতজ্ঞ।'

উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন স্মিথ স্কুলের ছাত্র সরকারী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং স্কুল ক্লাবগুলোতে নেতৃত্বের ভূমিকা পালন করেন। 

 

ইত্তেফাক/ডিএস