সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টেকনাফে ইউপি সদস্য আটক, মহাসড়ক অবরোধ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৪৩

টেকনাফের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটকের অভিযোগে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে মেম্বারের অনুসারী লোকজন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় আব্দুস সালাম জানান, সন্ধ্যার পর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার স্টেশন এলাকা থেকে সাদা পোষাকধারী পাঁচ জনের একটি দল বাদশা মেম্বারকে ইয়াবা পাওয়া গেছে দাবি করে। এবং একটি নোহা গাড়িতে তুলে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধে বিষয় আমরা জেনেছি। তবে কারা কেন অবরোধ করেছে খবর নিচ্ছি। আমাদের কোন ফোর্স কোন মেম্বারকে আটক করেনি।

 

 

ইত্তেফাক/আরএজে