মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মুন্সীগঞ্জের দুই মহাসড়কে পুলিশের তৎপরতা, চলছে তল্লাশি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:০৫

মুন্সীগঞ্জের দুই মহাসড়কে তৎপরতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন সড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ছয়টি স্পট ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গজারিয়া উপজেলার জামালদী, ভাটেরচর, আনারপুরা, ভবেরচর, দঁড়ি বাউশিয়া, মধ্যম বাউশিয়া, পাখির মোড়সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এছাড়াও পুলিশের তিনটি মোবাইল টিম, দুটি অভিযানিক টিম, দুটি স্টাইকিং ফোর্স ও দুটি নৌ পুলিশ টিম সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। মুন্সীগঞ্জের দুই মহাসড়কে পুলিশের তৎপরতা, যানবাহনে চলছে তল্লাশি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে পদ্মা সেতু টোল প্লাজা অভিমুখ থেকে কুচিয়ামোড়া সেতুর বিভিন্ন স্থানে পুলিশের টহল দিচ্ছে। শ্রীনগরের ছনবাড়ি মোড় এলাকায় যানবাহনে তল্লাশির চিত্র দেখা গেছে। এছাড়া ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুরে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এখানে যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানায়, গজারিয়ায় অতিরিক্ত ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলার অবনতি বন্ধে আমাদের কার্যক্রম চলছে। বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হচ্ছে। পরিস্থিতি বুঝে চেকপোস্ট সরানো হবে।

 

ইত্তেফাক/আরএজে

ইত্তেফাক/আরএজে