শাকিব খান আমেরিকা থেকে ফিরে নতুন ছকেই তার ক্যারিয়ার সাজাচ্ছেন। একাধিক ছবির বিচ্ছিন্ন ঘোষণা এলেও আপাতত নতুন বছরে তিন নির্মাতার ৩টি ভিন্ন স্বাদের ছবি আসবে শাকিব খানের। যার একটি পুরোপুরি অ্যাকশন নির্ভর। সানী সানোয়ার পরিচালিত ‘শের খান’ । ছবিটি নিয়ে এরই ভেতরে নেটদুনিয়ায় নির্মাতা-অভিনেতার চুক্তির ছবি দেখা গেছে।
সানী সানোয়ার বলেন, ‘একটা দারুণ গল্প নিয়ে সুপারস্টারকে দিয়ে ছবি তৈরির প্ল্যান ছিল। সেভাবেই কাজটি শুরু করছি। শের খান ছবিটির মতো শাকিব খানকে এর আগে অন্য ছবিতে দেখা যায়নি।’
একই রকম উচ্ছ্বাস নিয়ে শাকিব খানও নতুন ধারার ছবিতে কাজ করছেন। এর বাইরে দীর্ঘদিন ধরেই একাধিক ইন্টারভিউতে নির্মাতা রায়হান রাফি শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্ল্যানের কথা বলেছেন। বারবার শাকিবের সাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন। অবশেষে বাণিজ্যিক ছবিতে নিজেকে প্রমাণের পরপরই শাকিব খানের সাথে তার ছবি নিয়ে কথাবার্তা চূড়ান্ত হলো। ছবির নাম ‘প্রেমিক’। নাম দেখেই বোঝা যায় ছবিটি হতে যাচ্ছে একেবারে রোমান্টিক গল্পে। তবে শাকিবের স্ক্রিন উপস্থিতির সাথে রায়হান রাফির নির্মাণ-কৌশল এক নতুন মাদকতা তৈরি করবে এটা বলাই যায় । দেশের অগণিত শাকিব ভক্তরাও রাফির নির্মাণে শাকিব খানকে দেখতে চাইছেন।
এছাড়া আমেরিকায় থাকাকালীন যে ছবিটির জমকাল ঘোষণা দিয়েছিলেন শাকিব খান নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায়, সেই ‘রাজকুমার’ ছবিটিও ওপরের দুটি ছবির কাজ শেষ হওয়ার পরপরই শুরু করবেন বলে জানা যায়।
এ প্রসঙ্গে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘রাজকুমার ছবিটি এক ভিন্ন মাত্রার ছবি। এই ছবিটি নিয়ে আমাদের বিশ্বব্যাপী বিপণনের একটা প্ল্যান রয়েছে । তাই একটু দেরি হলেও ছবিটি ভালোভাবেই শুরু হবে।’
এই ছবিগুলোর বাইরে সরকারি অনুদান এবং শাকিব খানের নিজেস্ব প্রযোজনায় ‘মায়া’ ছবিটি তো রয়েছেই। তবে ‘মায়া’ ছবির নায়িকাসহ অন্যান্য ছবিতে শাকিবের বিপরীতে কে কে থাকছেন, তা নিয়েই এখন সকলের কৌতুহল। দেখা যাক সময় কী বলে। তবে ২০২৩ সালটি শাকিব খান খুব পরিকল্পিত ছকেই সাজাচ্ছেন এটুকু নিশ্চিত।