শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে'

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:১১

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নরওয়েজিয়ান সম্প্রচার এনআরকে স্টলটেনবার্গ জানান, এটি ইউক্রেনের একটি ভয়ানক যুদ্ধ। এতে ন্যাটো ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে তারা প্রতিদিন কাজ করে যাচ্ছে।

এতে ন্যাটো ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে।

এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্টলস্টেনবার্গ সাক্ষাৎকারে বলেছিলেন কোনও সন্দেহ নেই যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। 

নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী আরও জানান, দ্বন্দ্ব এড়ানো গুরুত্বপূর্ণ। অথবা আরো ইউরোপীয় দেশ প্রভাবিত হতে পারে।

ন্যাটো কিয়েভের বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই মস্কো অভিযোগ করে আসছে, ন্যাটো কিয়েভের বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। পশ্চিমা সামরিক জোট ইউক্রেনের সেনাদের রাশিয়ান বাহিনীকে আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দিয়ে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার ইউক্রেনকে সামরিক সহযোগিতা না করার হুমকি দিয়েছেন।

ন্যাটোর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও নরওয়েসহ অনেক দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ফলস্বরূপ, ইউক্রেনীয় ভূখণ্ডের লড়াইয়ে মস্কো অনেকটাই পিছনের দিকে।

ইত্তেফাক/ডিএস