রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৬:১০

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। 

কার্যালয়ের সামনের রাস্তার যান চলাচল ২টা থেকে বন্ধ হয়ে যায়। তবে বিপরীত পাশের রাস্তা বেলা ৩টা পর্যন্ত সচল আছে।

বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুলে সর্তক অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা রুখতে প্রস্তুত রাখা হয়েছে জল কামান।

ইত্তেফাক/কেকে