পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমা ‘ফুটবল-৭১’। ঢালিউডের জন্মপ্রিয় নায়ক আরিফিন শুভর নাম এই সিনেমার জন্য আগেই জানা গিয়েছিলো। এবার ‘ফুটবল-৭১’-এ জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
সরকারি অনুদানের নির্মিতব্য এ সিনেমা নিয়ে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘এই সিনেমার গল্পের প্রয়োজনে ফারিয়াকে নেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু করবো বলে আশা করছি। প্রায় দেড় বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য করেছি। ছবিটা ভালোবেসে বানোনোর চেষ্টা করব।’
নুসরাত ফারিয়া কলকাতায় 'বিবাহ অভিযান ২' সিনেমার শুট শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে 'মুজিব: একটি জাতির রূপকার', ‘পাতালঘর’ ও ‘রকস্টার’সহ বেশ কয়েকটি সিনেমা।