রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সীমান্তে মাদক কারবারির হাতে যুবক খুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২২:২৬

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে তারিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তারিক হোসেন উপজেলার গয়েশপুর গ্রামের মসজিদপাড়ার রবগুল হোসেনের ছেলে।

জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, সোমবার (১২ ডিসেম্বর) রাত ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৬৮ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের ভেতরে কয়েক জন মাদককারবারি ভারত থেকে ফেনসিডিল আনার জন্য দাঁড়িয়ে ছিলো। এ সময় তারা ওই স্থানে তারিক হোসেনকে দেখতে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/আই/পিও