বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘এটা সো কল্ড প্রেমের ছবি না’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:১৬

‘আমার চরিত্রের নাম লুমিন, সে প্রোগ্রামার। লুমিন চরিত্রটা যখন আমি পাই তখন বেশ কয়েকটা চরিত্রের সঙ্গে আমি সম্পৃক্ত। অপারেশন সুন্দরবন কেবল শেষ হয়েছে। দামালের কাজ করছি। ওই সময়ে আমার একজন ক্যারেক্টার রেফারেন্সের দরকার ছিল। দীপঙ্কর দা আমাকে একজন সত্যিকারের লুমিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমার-আপনার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু মানুষ আছে যারা পড়াশোনা শেষ করার পর ভালো কাজের সুযোগের আশায় বিদেশে পাড়ি জমায়। কিন্তু লুমিন সেটা করে না। লুমিন চলে যায় সাঁওতাল পল্লীতে। ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রামিং শিখিয়েছে। আমার মনে হয় এটাই বাংলাদেশ।’

‘অন্তর্জাল’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। কিছু দৃশ্যের শুটিং বাকি থাকলেও গত ১২ ডিসেম্বর রাতে সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে নির্মাতা দীপংকর দীপন জানান, আসছে রোজার ঈদে ‘অন্তর্জাল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

‘অন্তর্জাল’ প্রসঙ্গে দীপন বলেন, ‘এটা সো কল্ড প্রেমের ছবি না। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এবং লক্ষ্য করবেন আমার এক একটা ছবি এক এক ঘরানার। যেমন প্রথমটা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ। বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে। এটা সবার ছবি। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে।’ 

দীপংকর দীপনের পরিচালনায় সিনেমাটিতে সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনসহ অনেকে। 

সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মীম বলেন, ‘আমি যখন স্ক্রিপ্ট পেলাম, অবাক হয়ে গেলাম। দীপংকর দাকে ফোন করে বললাম, এটা কী আমাকে পাঠানোর জন্য এত সুন্দর করে লেখা হয়েছে? যাতে খুশিতে রাজি হয়ে যাই? দীপংকর দা বললেন, না, চরিত্রটাই এমন। যেভাবে লেখা আছে সেভাবেই ফুটিয়ে তোলা হবে। আমি খুবই খুশি হয়ে গেলাম। আমার কাছে মনে হয়েছিল চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। এ রকম চরিত্র আগে কখনও বাংলাদেশে হয়নি। এমন একটা সিনেমার অংশ হতে পেরেছি, আমি খুবই ভাগ্যবান।’

 

ইত্তেফাক/ইআ