শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বছরের শেষ নাগাদ আলোচনায় বসবেন পুতিন ও শি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এই বছরের শেষ দিকে বৈঠক করবেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাশিয়ার বাণিজ্যিক দৈনিক পত্রিকা ভেদোমস্তির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

সংবাদপত্রে বলা হয়েছে, ডিসেম্বরের শেষ দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পত্রিকাটিকে জানান, পুতিন ও শি জিন পিংয়ের মধ্যে বৈঠকের তারিখ ও আলোচ্যসূচি ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, 'রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট নিয়মিত যোগাযোগ করছেন। এই যোগাযোগ বজায় রাখার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যথাসময়ে আমরা আপনাকে জানাব যে ভবিষ্যতে আলোচনা কখন হবে।

পত্রিকাটি ক্রেমলিনের ঘনিষ্ঠ অজ্ঞাত এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দুই নেতার বৈঠক মুখোমুখি হতে পারে। বিস্তারিত কাজ করা হচ্ছে। 

ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়া চীনের আরও ঘনিষ্ঠ হয়ে আসছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কো বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে চায়।

ইত্তেফাক/ডিএস