সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতে বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৩:৪০

বিহারের ছাপরা জেলায় বুধবার (১৪ ডিসেম্বর) বিষাক্ত মদ খেয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে পাঁচজন তাদের গ্রামে মারা গেলেও অন্য একজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও কয়েকজনের ব্যক্তিগত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃতদের নাম সঞ্জয় সিং, কৃপাল কুমার, হরেন্দ্র রাম, বীরেন্দ্র রাম, অমিত রঞ্জন ও গোপাল শাহ। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অমিত। পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নিয়েছে।

একজন কর্মকর্তা জানান, তার মৃত্যুর কারণ জানতে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতদের স্বজনরা বিষাক্ত মদের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও কর্তৃপক্ষ এ খবর এখনো নিশ্চিত করেনি।

স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। অন্তত তিনজনের মৃত্যু হয়েছে তার গ্রামে।

ইত্তেফাক/ডিএস