শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২২:০০

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, পুরস্কার বিতরণ, বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে নানা শ্রেণি-পেশার মানুষের পুষ্পস্তবক প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মাদারীপুর জেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি ডিসি অফিসের গেট এলাকা থেকে শুরু হয়ে শহরের মৌলভী আছমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন মুনির আহমদ খান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানসহ অন্যরা। 

দুপুরে জেলা পরিষদের উদ্যোগে মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী। এ সময় মহান বিজয় উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসনকি কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ৫টি উপজেলার ৫৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা শুভেচ্ছা হিসেবে শীতবস্ত্র শাল-চাদর এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথের সভাপতিত্বে ও জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মীর মামুনুর রশিদ, সদস্য মহিউদ্দিন খান নাঈম, ইলিয়াস পাশা, রফিকুল ইসলাম, রোকসানা পারভীন, সাবেক প্যানেল চেয়ারম্যান মান্নান লষ্কর, প্রাক্তন সদস্য নূরজাহান পারুল, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষার্থী-অভিভাবকসহ অনেকেই।

অপরদিকে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া তরুণ সংঘের সহযোগীতায় উপজেলার মস্তফাপুর ইউনিয়নের হর্টিকালচার এলাকায় প্রায় ৩ শতাধিক সেবা গ্রহীতাদের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

ইত্তেফাক/পিও