নানা আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করেন মিশনের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন ডা. জেবা উন নাহার ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফারের সিইও মাসুদুর রহমান। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবাসীদের ক্রিকেট ম্যাচের আয়োজন: বিজয় দিবসে উপলক্ষে অনূর্ধ্ব-১৯ মালদ্বীপের জাতীয় ক্রিকেট টিমের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টিমের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র সচিব, জাপানি রাষ্ট্রদূত, চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান, শ্রীলঙ্কার হাইকমিশনার ও ইউএই আন রেসিডেন্স সমন্বয়কারীর চার্জ দি অ্যাফেয়ার্স, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ ও মুক্তার আলী লস্কর। প্রীতি ক্রিকেট ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ টিম ৯ উইকেটে বিজয়ী হয়।
ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: মালদ্বীপ প্রবাসীদের ১৬টি ফুটবল টিম নিয়ে আয়োজন করা হয় দভিউ স্পোর্টস ক্লাব ফুটবল কাপ-২০২২। এই টুর্নামেন্টে সিলেট এসএস নামের দল চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশি মালিকানাধীন ভিউ কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ড. ইবরাহীম হোসাইন ও প্রবাসী ড. মুক্তার আলী লস্কর, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর, এনবিএল মানি ট্রান্সফারের স্থানীয় পরিচালক হান্নান খান কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ট্রেডার্সের চেয়ারম্যান বাবুল হোসেন, ফোরএল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হাদিউল ইসলাম, মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক কামাল হোসেন, প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন ও মনির হোসেন।