শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাড়ে ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু‌র টোল আদায় শুরু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮

টাঙ্গাই‌লে ঘন কুয়াশার কার‌ণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে ১৪ এলাক‌ায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়। পরে  রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা থে‌কে সেতু‌তে টোল আদায় শুরু হ‌লে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ‌সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ চালক ও যাত্রীরা। 

ক‌ন্ট্রোল রুম জানায়, ভোররাত থে‌কে ঘনকুয়াশার প‌রিমান বে‌ড়ে যায়। দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রোববার (১৮ ডিসেম্বর) ভোর সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌র উভয়পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত  যানজটের তৈ‌রি হ‌য়। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে প্রায় সা‌ড়ে তিন ঘণ্টা টোল আয়দায় বন্ধ রাখা হয়েছিল। বর্তমা‌নে কুয়াশার প‌রিমাণ ক‌মে যাওয়ায় টোল আদায় শুরু হ‌য়েছে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শ‌ফিকুল ইসলাম ব‌লেন, সকাল ৮টার পর টোল আদায় শুরু হওয়ায় প‌রিবহন চলাচল শুরু হ‌য়।

ইত্তেফাক/আরএজে