বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

‘ঘোড়া নিয়ে দৌড়লে মনে হয় রাজকুমারের মতো ছুটছি’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২:১৪

সিরাজগঞ্জের কাজিপুরের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরভানুডাঙ্গা পশ্চিমপাড়া খোলা কৃষি মাঠে তিন দিনব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার আয়োজন করা হয়।

সরেজমিন দেখা গেছে, মাঠের মাঝখানে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকরা হর্ষধ্বনি ও তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। আয়োজিত প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও ধুনট উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৪টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় প্রতি গ্রুপে প্রথম ও দ্বিতীয়জনকে পুরস্কার দেওয়া হয়।

‘ক’ গ্রুপে ঘোড়দৌড়ে প্রথম স্থান অধিকার করেন বগুড়ার শেরপুরের চান্দাইকোনান মামুন খান, দ্বিতীয় বগুড়ার ধুনটের তারাকান্দির ফরহাদ। 'খ’ গ্রুপে সিরাজগঞ্জের চকদামপুরের নেন্টু প্রথম ও বগুড়ার ধুনটের রনি দ্বিতীয় স্থান অর্জন করেন। ‘গ’ গ্রুপে বগুড়ার ধুনটের শামগাতির শাহাদাত প্রথম ও একই শেরপুরের জহুরুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন।

বগুড়ার শেরপুরের চান্দাইকোনা থেকে আসা মামুন খান বলেন, ‘আমার দাদা আগে এসব প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে বিভিন্ন এলাকায় যেতেন। এখন আমি যাই। এখানে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছি, সেটা একটা আনন্দ। তবে খেলায় অংশ নিয়ে আরও বেশি আনন্দ পাই। যখন ঘোড়ায় চরে দৌড় শুরু করি চারদিকের আওয়াজে মনে হয় আমি রাজকুমারের মতো ছুটছি।

খেলা পরিচালনাকারী আব্দুল বারী জানান, ঘোড়দৌড় দেখতে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত হয়েছেন।সবাই আনন্দ পেয়েছেন।

আয়োজক মিলন জানান, প্রতিবছরই এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় করা হয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও করা হবে।

প্রধান অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, যুবসমাজ এখন বিপদগামী হচ্ছে। খেলাধুলাই পারে সেই বিপদের পথ থেকে তাদের রক্ষা করতে। ভবিষ্যতে এমন আয়োজন আরও করা প্রয়োজন।

ইত্তেফাক/আরএজে