রাজধানীর মিরপুরে বিআরটিসির বাসচাপায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রাইসা মিরপুরের বাসিন্দা।
দারুসসালাম থানার ওসি আমিনুল বাশার জানান, রোববার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাইসা তার মাকে নিয়ে টেকনিক্যাল এলাকা থেকে রিকশাযোগে মিরপুর ১ নম্বরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, টেকনিক্যাল মোড়ে মেয়ে রাইসা নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন মা। পথে বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে রাইসা ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়। পরে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এঘটনায় বাসচালক আলামিনকে (৩৬) আটক করা হয়েছে বলে জানান তিনি।