শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ম্যারাডোনাকে স্মরণ করলেন পেলে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪

৩৬ বছরের অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর পেরিয়ে চরম নাটকীয়তার এক ফাইনাল শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপ জয়ে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিলেন লিওনেল মেসি। আলবিসেলেস্তাদের এমন ঐতিহাসিক জয়ে  ম্যারাডোনা এখন হাসছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি পেলে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে পেলে লিখেন, ‘বরাবরে মতো রোমাঞ্চকর পথে, ফুটবল আজ তার গল্পটা বলেছে। মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে যা তার প্রাপ্য। অভিনন্দন আর্জেন্টিনা, স্বর্গে থেকে দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pelé (@pele)

ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পের প্রশংসা করে তিনি আরও লিখেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে চার (টাইব্রেকার শটসহ) গোল করেছ। এমন অসাধারণ কিছু দেখটা সত্যিই বড় একটি উপহার।’

 

ইত্তেফাক/জেডএইচ