ঘটনা তদন্তে গঠিত কংগ্রেশনাল কমিটি ইউএস ক্যাপিটলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের পক্ষে ভোট দিয়েছে। তারা রিপাবলিকান পার্টির নেতার বিরুদ্ধে নজিরবিহীন হামলার জন্য দাঙ্গাকারীদের উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন। কিন্তু এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পরাজয় মেনে নিতে রাজি হননি তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ২০২১ সালের ১ জানুয়ারিতে কংগ্রেসের একটি যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছিল। ট্রাম্পের মাধ্যমে প্ররোচিত হয়ে তার সমর্থকরা নিশ্চিতকরণ প্রক্রিয়াকে অবরুদ্ধ করতে কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) সহিংসভাবে হামলা চালায়।
এতে পুলিশসহ কয়েকজন নিহত হয়। এই ঘটনা তদন্তে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এই কমিটি গঠন করেছিল। সোমবার (১৯ ডিসেম্বর) কমিটির সর্বশেষ বৈঠকে সমস্ত সদস্যরা এই ঘটনার জন্য মার্কিন বিচার বিভাগ ট্রাম্পকে চারটি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করার সুপারিশ করার পক্ষে ভোট দিয়েছেন।
এসব অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় কার্যক্রমে বাধা ও রাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্র। ডেমোক্রেটিক নেতৃত্বাধীন তদন্ত প্যানেলে দুইজন রিপাবলিকান সদস্যও রয়েছেন। কমিটির তদন্ত প্রতিবেদন বুধবার (২১ ডিসেম্বর) প্রকাশ করা হবে।
ট্রাম্প ও তার সমর্থকরা অভিযোগ করেছেন, তদন্ত কমিটি দলীয় ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই কমিটিকে 'ক্যাঙ্গারু কোর্ট' বলে অভিহিত করেছেন।