শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঈশ্বরদী হানাদারমুক্ত হয় আজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৫:২৫

আজ ২১ ডিসেম্বর, ঈশ্বরদী হানাদারমুক্ত দিবস। মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল এবং ফজলুর রহমান ফান্টু জানান, ১৬ই ডিসেম্বরের পাঁচ দিন পর ঈশ্বরদী সম্পূর্ণরূপে হানাদারমুক্ত হয়। তবে মুক্তিযুদ্ধকালে কোম্পানি কমান্ডার (পাবনা) অ্যাডভোকেট কাজী সদরুল হক সুধা বলেছেন, দিনটি আসলে ১৯ ডিসেম্বর। তিনি বলেন, উত্তাল একাত্তরের এপ্রিল থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঈশ্বরদীতে সম্মুখযুদ্ধে শহিদ হন ২৭ জন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক আবুল কালাম আজাদ তার বইয়ে ২১ ডিসেম্বর শত্রুমুক্তের কথা বলেছেন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু জানান, ভারতীয় মিত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার রঘুবীর সিং নাটোর থেকে এ অঞ্চলের পাকিস্তানিবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার মনজুর আহমেদকে বিশেষ প্রহরায় ঈশ্বরদীতে নিয়ে আসার পর ২১ ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়। এরপর ঈশ্বরদীর সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা প্রথম ঈশ্বরদী শহরে এসে স্বাধীনভাবে ঘোরাফেরা শুরু করেন।

কোম্পানি কমান্ডার (পাবনা) অ্যাডভোকেট কাজী সদরুল হক সুধা জানান, উত্তাল ’৭১-এর এপ্রিল থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঈশ্বরদীতে সম্মুখযুদ্ধে শহিদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা। এসব যুদ্ধে হানাদার বাহিনীর ৪০ সদস্য মারা যান।

ইত্তেফাক/ইআ