রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী কেন্দ্র দখলকারী ৩৩ জঙ্গি নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:৫৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু শহরে একটি সন্ত্রাস বিরোধী কেন্দ্র দখল করার পর নিরাপত্তা বাহিনী ৩৩ জন জঙ্গিকে হত্যা করেছে যারা নিরাপত্তা কর্মকর্তা ও অন্যদের জিম্মি করেছিলেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জিম্মি ঘটনার দুই দিন পর নিহত হয় জঙ্গিরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসবিরোধী কেন্দ্রের দখল নেয়। পরে সেনা অভিযানে সব জঙ্গি নিহত হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন।

খাজা আসিফ পার্লামেন্টে জানিয়েছেন, পাকিস্তানি সেনারা সব জিম্মিকে উদ্ধার করেছেন। অভিযানে দুই সেনা কমান্ডার নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী এর আগে জিম্মিদের মুক্ত করতে অভিযান শুরু করেছিল।

রোববার (১৮ ডিসেম্বর) পাকিস্তানি তালেবান জঙ্গিরা জিজ্ঞাসাবাদকারীদের নিরস্ত্র করে এবং তাদের বন্দী করে। সে সময় কাউন্টার টেররিজম সেন্টারে ছয়জন নিরাপত্তা কর্মকর্তা ও কয়েকজন বন্দী ছিলেন।

পাকিস্তানি সেনারা সব জিম্মিকে উদ্ধার করেছেন।

জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ১০ থেকে ১৫ জন সেনা সদস্যও আহত হয়েছেন। সন্ত্রাস-বিরোধী কেন্দ্রটি যে সামরিক এলাকায় অবস্থিত সেটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

কেন্দ্রে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবানের প্রায় ২০ জন যোদ্ধা রয়েছেন। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই হামলার পেছনে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ১০ থেকে ১৫ জন সেনা সদস্যও আহত হয়েছেন।

গত মাসে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি হামলা জোরদার করেছে। দুই পক্ষের মধ্যে বছরের পর বছর ধরে বিরোধ চলছে। পাকিস্তান কর্তৃপক্ষ সোমবার (১৯ ডিসেম্বর) অচলাবস্থা নিরসনে আলোচনা শুরু করেছে।

ইত্তেফাক/ডিএস