‘সাম্য, সম্প্রীতি কলরবে এসো জাগি বিজয়ের উৎসবে’ এই শ্লোগানে বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় একটি মিলনায়তনে টরন্টোর ছয় সংগঠন মিলে দিবসটি উদযাপন করে।
টরন্টোর ধারাবাহিক সাংস্কৃতিক চর্চায় এই সম্মিলিত উৎসব একটা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে খেলাঘরের শিশু ও কলাকুশলীদের পরিবেশনা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন উপস্থিতিতে একাত্তর ও বিজয়ের চেতনায় বিভিন্ন সংগঠনের নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন- খেলাঘর কানাডা, উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা, অন্যস্বর ও অন্যথিয়েটার- টরন্টো, আলো দিয়ে যাই, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ও বাচনিক।
অন্টারিও পার্লামেন্টে সাংসদ ডলি বেগম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এবং অংশগ্রহণকারীর মধ্যে অভিজ্ঞানপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল দাশের সার্বিক তত্ত্বাবধানে ট্রেজার ৭১ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এছাড়া আলো দিয়ে যাই আয়োজন করে বই বিনিময় কর্মসূচি। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও আহমেদ হোসেন।