শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সম্মেলনে জয়কে আমন্ত্রণ জানালেন কাদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২২:২৮

বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সজীব ওয়াজেদ জয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান।

এসময় দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম