বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘পালিয়ে থাকা অর্থ পাচারকারীদের দেশে এনে বিচার হবে’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:১৪

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, দেশের অর্থ যারা পাচার করে বিদেশে পালিয়ে রয়েছেন, সেসব অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক কমিশনার বলেন, এখনো দেশে দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌঁছানো হল আমাদের টার্গেট।

দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হলে সমাজের সকল স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

ইত্তেফাক/এসকে