সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৭০ বছরে দৈনিক ইত্তেফাক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৭:২৯

আজ গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক ৭০ বছরে পদার্পণ করেছে। জন্মলগ্ন থেকেই দৈনিক ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। ইত্তেফাকের যাত্রা আর স্বাধীন বাংলাদেশের অভিযাত্রা ছিল এক এবং অভিন্ন। শুভ জন্মদিন দৈনিক ইত্তেফাক।

 

কথা ও সুর: অতনু তিয়াস

কণ্ঠ: ইদ্রিস আনোয়ার পরান ও শিলা দেবী

সমবেত কণ্ঠ: রোকন ইমন, শিলা দেবী ও পরান

সংগীতায়োজন: রোকন ইমন

প্রচ্ছদ: সোহেল আশরাফ

চিত্রগ্রহণ: তানভীর আহাম্মদ

সম্পাদনা: আল-আরিফিন

নির্দেশনা: শরাফত হোসেন ও মোহাম্মদ নূরুল হক 

.