রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নারায়ণগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে শনিবার সকালে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দুপুরে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে বিশেষ আয়োজনের  সভাপতিত্বে করেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান বাদল।

ছবি: ইত্তেফাক

দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ইত্তেফাকের জেলা ফটো সাংবাদিক তাপস সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আ. রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, দৈনিক অবজারভারের ফটো সাংবাদিক পাপ্পু ভট্রাচার্জ, দৈনিক ডান্ডিবার্তার সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ডালিম, ফতুল্লা প্রেসক্লাবের সদস্য মো. সেলিম রেজা, সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব, বন্দর প্রেসক্লাবের সদস্য মেহেবুব মিয়াসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীরা। আলোচনা শেষে কেক কাটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।

ইত্তেফাক/আরএজে