বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাংগা গ্রামে ধানক্ষেত থেকে এসএসসি পরীক্ষার্থী আলাউদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। আলাউদ্দীন ঠুটাখালী গ্রামের আমির হোসেনের পুত্র। সে উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে উত্তর কাকচিড়া স্কুলে যায় আলাউদ্দীন। রাত হয়ে গেলেও সে বাডড়িতে ফেরেনি। পরিবারের লোকজন মনে করেছিলো আত্মীয়ের বাড়ি অথবা বন্ধুর বাড়িতে আছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কৃষক মাঠে ধান কাটতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বামনা থানার এসআই (তদন্ত) মো. আবুল হোসেন শরীফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় আলাউদ্দীনের গলায় রশি বাধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।