বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিস্টান পল্লিতে উৎসবের আমেজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২২:২৯

বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিস্টান পল্লিগুলোতে এখন উৎসবের আমেজ বইছে। পাহাড়ি জনপদ রাঙ্গামাটির খ্রিস্টান ধর্মালম্বীদের মধ্যে চলছে নানান আয়োজন। গীর্জাগুলোকে ফুল দিয়ে সাজানো হয়েছে। গির্জায় গির্জায় করা হয়েছে আলোকসজ্জা।

রাঙ্গামাটি জেলাসহ প্রত্যন্ত এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের গ্রামগুলো লাল নীল বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। এছাড়া ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের সেই গোশালাও তৈরি করা হয়েছে। বসতবাড়ির আঙ্গিনায়ও দেখা গেছে বিভিন্ন রঙের কারুকাজ।

ছবি: ইত্তেফাক

শহরের তবলছড়ি বন্ধু যিশুটিলা গির্জায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বড়দিন উপলক্ষে কেক কেটে উৎসবের সূচনা করবে রাঙ্গামাটিসহ প্রত্যন্ত এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা। খ্রিস্টানদের সঙ্গে এ উৎসবে মেতে উঠেছে অন্যান্য ধর্মাবলম্বীরাও।

গত দুই বছর করোনার কারণে স্বল্প পরিসরে বড়দিন পালন করলেও এ বছর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান ধর্মালম্বীরা। 

ইত্তেফাক/আই/পিও