শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বড়দিন উদযাপন করে তোপের মুখে সালাহ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৪:১৮

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‌'বড়দিন' বা 'ক্রিসমাস ডে''। দিনটিকে ঘিরে নানা আয়োজন চলে বিশ্বজুড়ে। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হলেও তা উদযাপন করতে দেখা যায় বিভিন্ন ধর্মের মানুষদের। বড়দিন উপলক্ষে অনেক তারকা ফুটবলার শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই তালিকায় ছিলেন লিভারপুলের মুসলিম তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

বড়দিন উপলক্ষে স্ত্রী ম্যাগি, দুই সন্তান মাক্কা ও কায়ানের সঙ্গে নিজের হাস্যজ্জ্বল ছবি  ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করে শুভেচ্ছাবার্তা জানান সালাহ। এরপরেই ভক্তদের তোপের মুখে পড়েন সালাহ। তার পোস্ট করা ছবির নিচে এক ভক্ত মন্তব্য করেন, 'আমি একজন লিভারপুল সমর্থক। কিন্তু এখন থেকে ক্লাবকে সমর্থন করা বন্ধ করে দেব কারণ আপনি খ্রিস্টানদের সঙ্গে বড়দিন উদযাপন করছেন। আপনি একজন ভক্ত হারিয়েছেন সালাহ। বিদায়!'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohamed Salah (@mosalah)

অন্য একজন লেখেন, ‘রিয়াল মাদ্রিদ ভক্ত হয়েও আমি আপনাকে ভালোবাসি সালাহ। আপনাকে একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবেই দেখি এবং আপনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন। যাই হোক, এই টুইটের পর, আমি আপনাকে আর নিজের আদর্শ মনে করি না।’

ইত্তেফাক/জেডএইচ