বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পাঁচ পৌরসভা ও ৮১ ইউনিয়নে ভোট চলছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০:২৮

দেশের পাঁচটি পৌরসভা ও ৮১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোট শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

পাঁচ পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, ফরিদপুরের আলফাডাঙ্গা, পঞ্চগড়ের বোদা ও নাটোরের বনপাড়া।

ইসির নির্বাচন পরিচালনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ৮১ ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোট চলছে।

ভোটগ্রহণ করতে গতকাল বুধবার সকালেই কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এসব উপকরণ। তবে ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইত্তেফাক/এসকে